অনুধাবন
অনুসন্ধিৎসুর অনুধাবন
ধর্মীয় বয়ান যখন ধর্মত্যাগের কারণ
0:00
-23:35

ধর্মীয় বয়ান যখন ধর্মত্যাগের কারণ

স্পর্শকাতর বিষয়ে অসংবেদনশীল বক্তব্যের সুদূরপ্রসারী পরিণতি

অধিকার-বঞ্চিত সন্তানের পিতামাতার অনধিকার শিরোনামে একটা পডকাস্ট পর্ব এই সেদিনই পোস্ট করেছিলাম আমার ব্যক্তিগত ব্লগে। সেটি শুনে পিতামাতার কাছ থেকে বাস্তবিকই অধিকার-বঞ্চিত একজন ব্যক্তি তার ব্যক্তিগত কিছু অভিজ্ঞতার কথা আমার সাথে শেয়ার করলেন। সেখানে যা বলেছিলাম ঠিক সেভাবেই এই প্রসঙ্গে প্রচলিত কিছু ধর্মীয় বক্তব্য যে সত্যি সত্যিই তাকে ট্রিগার করে খোদ ধর্ম নিয়েই তাকে সংশয়ে ফেলে দিচ্ছে সেই কথাও অকপটে স্বীকার করলেন।

ওই পডকাস্টে একেবারেই সামাজিক দৃষ্টিভঙ্গি থেকে বিষয়টি নিয়ে আলোচনা করার চেষ্টা করেছিলাম। কিন্তু মানুষের যাপিত জীবনের অভিজ্ঞতা থেকে ধর্মের প্রাসঙ্গিকতার প্রসঙ্গটিও যেহেতু চলেই আসলো তাই সেদিক থেকেই আজ বিষয়টিকে দেখার চেষ্টা করেছি।


প্রাসঙ্গিক পডকাস্ট:

Shawon’s Musings
অধিকার-বঞ্চিত সন্তানের পিতামাতার অনধিকার
Listen now (11 mins) | পিতামাতার অধিকারের কথা তো সবসময় আলোচিত হয়েই থাকে, কিন্তু সন্তানের অধিকারের কথা সচরাচর শোনা যায় কি? সামাজিক বাস্তবতার আলোকে অনেকটা অনালোচিত এই প্রসঙ্গটি নিয়ে সংক্ষিপ্ত একটি আলোচনা।…
Listen now

প্রাসঙ্গিক লেখা:

আরও পড়ুন:

Discussion about this podcast